রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ

    পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের কারণে চাপে রয়েছে বাংলাদেশ দল। সেই সিরিজে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরতে হয়েছিল লিটন দাসদের। তবে এবার নিজেদের চেনা কন্ডিশন ও দর্শকদের সমর্থনে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা।

    রবিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের নতুন টি-টোয়েন্টি সিরিজ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া প্রথম ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টেলিভিশন। সিরিজটি বাংলাদেশের জন্য শুধু প্রতিশোধ নেওয়ার নয়, আত্মবিশ্বাস পুনরুদ্ধারেরও মঞ্চ হতে পারে।

    টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ২২ বার। পরিসংখ্যান স্পষ্ট—বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টি ম্যাচে, বাকিগুলোতেই জয়ী পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেও সেই ছবিটা বদলায়নি—ছয় সিরিজের পাঁচটিই পাকিস্তানের দখলে। বাংলাদেশের একমাত্র সিরিজ জয় ২০১৫ সালে, সেটাও ঘরের মাঠে এক ম্যাচের একটি সিরিজে। এরপর মিরপুরেই দুইবার সিরিজ খেলেও জয় অধরা।

    এই দীর্ঘ ৯ বছরের বন্ধ্যাত্ব ঘোচানোর আশায় এবার ঘরের মাঠে নতুন মিশনে নামছে লিটন দাসের দল। পাকিস্তানের মাটিতে সদ্য সমাপ্ত সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আত্মবিশ্বাসে চিড় ধরলেও, শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ে ফিরেছে আত্মবিশ্বাস।

    লিটনের চোখে রেকর্ড নয়, বরং ভালো ক্রিকেটই মূল লক্ষ্য। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেছেন, “রেকর্ড ভাঙা যায়, যদি আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলি। রেকর্ড নিয়ে ভাবার চেয়ে খেলায় মনোযোগ দিলে সাফল্য আসবে।”

    শ্রীলঙ্কা সিরিজ জিতে ফিরে আসা দল শুক্রবার ছিল ঐচ্ছিক অনুশীলনে, মাঠে দেখা গেছে শুধু নাঈম শেখকে। তবে শনিবার মিরপুরে আলো ঝলমলে ফ্লাডলাইটে পুরো দলের নিবেদন ছিল চোখে পড়ার মতো। ফিল্ডিং থেকে ব্যাটিং—সব বিভাগেই মনোযোগী ছিল দল। বিশেষ করে টপ অর্ডারের ফর্মে ফেরাটা স্বস্তির জায়গা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পাকিস্তানকে চাপে ফেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

    তবে শঙ্কার জায়গা একটাই—অধারাবাহিকতা। একটা সিরিজ দারুণ খেললেও পরেরটায় হোঁচট খাওয়াটা বাংলাদেশের পুরনো অভ্যাস। বিশেষ করে ব্যাটারদের ধারাবাহিক রান না পাওয়া ভাবনার কারণ। যদিও শ্রীলঙ্কা সিরিজে ব্যাটাররা রান পেয়েছেন, এবার তাদের পরীক্ষা মিরপুরের স্পিনবান্ধব উইকেটে।

    পাকিস্তানের দলে বদল এসেছে, অনুপস্থিত বাবর ও রিজওয়ান। তবে বিপিএলে খেলা অভিজ্ঞতায় দলটি পুরোপুরি অচেনা নয়। অন্তত ৯ জন ক্রিকেটার এই কন্ডিশনের সঙ্গে পরিচিত। পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারা প্রস্তুতি নিয়েছেন।

    তবুও লিটনের মতে, শুধু পরিচিত কন্ডিশন নয়, ম্যাচের দিন ভালো ক্রিকেট খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “পাকিস্তান ভালো দল। কন্ডিশন জানে বলেই তারা এগিয়ে থাকবে, বিষয়টা এমন নয়। আমরা যদি ফোকাস ধরে রাখতে পারি, সেরা পারফরম্যান্স দিতে পারি, তাহলে জয় সম্ভব।”

    মিরপুরের রহস্যময় উইকেট বরাবরই চ্যালেঞ্জিং। একাদশ নির্বাচন তাই সহজ নয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে খেলা একাদশই হয়তো মাঠে নামবে। যদি কোনো পরিবর্তন হয়, তাহলে শরিফুলের জায়গায় দেখা যেতে পারে তাসকিন আহমেদকে।

    সবশেষে, লিটনদের লক্ষ্য একটাই—ঘরের মাঠে সিরিজ জিতে আত্মবিশ্বাসকে পূর্ণতা দেওয়া। প্রতিপক্ষ নয়, নিজেদের ক্রিকেটে মনোযোগ দিয়েই দীর্ঘদিনের পাকিস্তান-আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন