রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • ধর্ষণ মামলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কারাগারে

    ধর্ষণ মামলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কারাগারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পিউবো) একজন উচ্চপদস্থ কর্মকর্তা বায়েজিদুর রহমান আকনের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যকে সহ-আসামি করা হয়েছে।

    মামলাটি ১৬ জুলাই ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় রুজু করা হয় (মামলা নং- ৪১/২০২৫, বার্ষিক নং-৩৩০)। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

    আসামী বায়েজিদুর রহমান আকনের স্থায়ী বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে। 

    জানা গেছে, বায়েজিদুর রহমান আকন ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে শাহাজাহান খানের প্রভাব খাটিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একাধিক প্রশাসনিক দায়িত্বে ছিলেন। বর্তমানে নারায়নগঞ্জে ড্রেজার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পাশাপাশি প্রশাসন শাখার সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


    ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার প্রধান আসামি বায়েজিদুর রহমানকে গ্রেফতার করে ১৭ জুলাই  আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। মামলার অন্যান্য আসামিরা পলাতক, যাদের গ্রেফতারে অভিযান চলছে।

    এ ঘটনায় এখনো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন