রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • ত্রাণকেন্দ্রেও রেহাই নেই, গাজায় ইসরায়েলের হামলায় শতাধিক নিহত

    ত্রাণকেন্দ্রেও রেহাই নেই, গাজায় ইসরায়েলের হামলায় শতাধিক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার আরও অন্তত ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন ছিলেন রাফার একটি ত্রাণকেন্দ্রে, যারা খাবারের জন্য অপেক্ষায় ছিলেন।

    গাজার স্বাস্থ্যখাত ক্রমেই ভেঙে পড়ছে। আল-শিফা হাসপাতাল সূত্রে জানা গেছে, সেদিন অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন মাত্র ৩৫ দিনের এক শিশু এবং আরও দুই ফিলিস্তিনি।

    স্থানীয় চিকিৎসকরা জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের একটি মুসলিম সংস্থা অভিযোগ করেছে, মার্কিন সহায়তা ও অস্ত্রে ভর করেই ইসরায়েল ফিলিস্তিনিদের মানবিক সংকটে ঠেলে দিচ্ছে।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও গাজায় সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

    এদিকে তেল আবিবে হাজার হাজার মানুষ মিছিল করেছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের অবসান ঘটাতে এবং গাজায় অবশিষ্ট প্রায় ৫০ জন জিম্মিকে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে ৫৮ হাজার ৭৬৫ জন নিহত এবং ১ লাখ ৪০ হাজার ৪৮৫ জন আহত হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন