রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে জিতল বৃষ্টি

    বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে জিতল বৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি জিতে এগিয়ে থাকা বাংলাদেশ শুক্রবার নেমেছিল সিরিজ জয়ে চোখ রেখে। আগে বোলিং বেছে নিয়ে লড়াইয়েই ছিল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসের মাঝপথে বাগড়া দেয়া বৃষ্টি। পরে আর খেলা গড়ায়নি। বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়িয়ে জিতে গেছে ‘বৃষ্টি’, মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় ম্যাচটি গেছে পরিত্যক্তর খাতায়।

    কিউই মাটিতে যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের সুযোগ অবশ্য এখনও থাকছে টিম টাইগার্সের। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি এই ভেন্যুতেই, ৩১ ডিসেম্বর। শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে।

    শুক্রবার নিউজিল্যান্ডে প্রথম সিরিজ জয়ে চোখ রেখে মাঠে নেমে ভারী বৃষ্টির কবলে পড়ে বাংলাদেশ। পরিস্থিতি এমন হয়, আবারও খেলা গড়ালে আর পূর্ণ ওভারের ম্যাচ হতো না। বৃষ্টিতে লম্বা সময় বন্ধ থাকা ম্যাচের দৈর্ঘ্য কমে যেত অবধারিতভাবে। যদি খেলা আবারও গড়াত ওভার কেটে, তাতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়াতে পারত ৫ ওভারে ৪৬ কিংবা ১০ ওভারে ৮৫ রান। ততদূর আর খেলা গড়ালই না।

    ৩টা ২৮ মিনিট পর্যন্ত সময় ছিল খেলা গড়ানোর। তার আধাঘণ্টার কিছু আগেই মাঠ পর্যবেক্ষণ করে আম্পায়াররা খেলা বাতিল ঘোষণা করে দেন।

    মাউন্ট মঙ্গানুইতে শুক্রবার টসে জিতে আগে কিউইদের ব্যাটে পাঠিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পরে ১১তম ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টুয়েন্টি।

    ম্যাচের দ্বিতীয় ওভারে আঘাত হেনেছিলেন শরিফুল ইসলাম। ২ রান করা ফিন অ্যালেনকে ফেরান বাঁহাতি পেসার। ৯ রানে ভাঙে স্বাগতিকদের ওপেনিং জুটি।

    শরিফুল দ্রুত উইকেট তুলে নিলেও টিম সেইফার্ট ছিলেন মারমুখী। ২৩ বলে ৪৩ করা সেইফার্টকে অষ্টম ওভারে তানজিম হাসান সাকিব ফেরালে নিউজিল্যান্ডের রানের চাকায় কিছুটা লাগাম টানতে পারে বাংলাদেশ।

    ১০তম ওভার করতে আসা মোস্তাফিজের প্রথম বলে ড্যারিল মিচেলকে আউটের সুযোগ এসেছিল। আফিফ হোসেন সেটি নষ্ট করেন, অবশ্য কঠিন ছিল সুযোগটা। ওই ওভারের পঞ্চম বলে মিচেলের দেয়া দ্বিতীয় সুযোগটি রিশাদ হোসেন কাজে লাগাতে পারেননি।

    বৃষ্টিতে ম্যাচ বন্ধের আগে ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান সংগ্রহ ছিল স্বাগতিক দল। কিউই দুই ব্যাটার ড্যারিল মিচেল ২৪ বলে এক চারে ১৮ এবং গ্লেন ফিলিপস ১৪ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন