ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত অনন্ত ১০৩


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ইরানে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের জেনারেল কাশেম সোলাইমানির সমাধির পাশে ভয়াবহ বিস্ফোরণে কমপেক্ষ ১০৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭০ জনের বেশি।
বুধবার ৩ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতের সময় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এই জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০৩ জন নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বিস্ফোরণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি। তবে এখনি এই বিষয়টি প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, ‘এটি পর্যালোচনা ও যাচাই করার পরেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’
তবে কেরমানের ডেপুটি গভর্নর এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন