রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • প্রথম চেষ্টাতেই প্রশাসন ক্যাডারে কুড়িগ্রামের সাজিদুল

    প্রথম চেষ্টাতেই প্রশাসন ক্যাডারে কুড়িগ্রামের সাজিদুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের সীমান্তঘেঁষা রাজিবপুর উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মো. সাজিদুল ইসলাম দুলু। ৪৪তম বিসিএসে এ অনন্য সাফল্য অর্জন করে তিনি উপজেলার মানুষের মুখ উজ্জ্বল করেছেন।

    মো. সাজিদুল ইসলাম দুলু রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই (ফয়জাল মেম্বার পাড়া) গ্রামের সন্তান। স্থানীয় পর্যায়ে তিনি যাদুরচর মডেল ডিগ্রি কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মেডিকেল কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। দীর্ঘদিনের অধ্যবসায়, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই তার এই সাফল্যের মূল ভিত্তি।

    তার এই অর্জন শুধুমাত্র তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং গোটা রাজিবপুরের শিক্ষিত তরুণ সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দুলুর এই অর্জনে আনন্দিত ও গর্বিত। অনেকে বলছেন, তার এই কৃতিত্ব রাজিবপুরে প্রশাসনিক কাঠামোর প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

    এ বিষয়ে মো. সাজিদুল ইসলাম দুলু সাংবাদিকদের  বলেন, “আমি কৃতজ্ঞ আমার পরিবার, শিক্ষাগুরু এবং যাদের সহযোগিতায় আজকের এই অবস্থানে আসতে পেরেছি। আমি চাই, আমার সাফল্য যেন ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও তা পূরণে সাহসী হতে সাহায্য করে।”

    রাজিবপুরের মতো প্রত্যন্ত এলাকায় থেকেও যে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দেশের সর্বোচ্চ সেবাক্ষেত্রে স্থান পাওয়া সম্ভব—দুলুর সাফল্য সেই বার্তাই বহন করে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন