রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের তিন নোটিশ

    সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের তিন নোটিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির (সেরৗভ) এবং কন্যা জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সংশ্লিষ্টদের ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) কুড়িগ্রামের রৌমারীতে সাবেক মন্ত্রীর নিজ বাড়িতে এই তিনটি নোটিশ পৌঁছে দেন দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। বাড়িতে কেউ উপস্থিত না থাকায় তিনি প্রধান ফটকে নোটিশগুলো সেঁটে দেন। নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্য-উপাত্ত ও প্রাথমিক অনুসন্ধানে দুদকের বিশ্বাস জন্মেছে যে, সুরাইয়া সুলতানা, সাফায়াত বিন জাকির ও জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী জ্ঞাত আয় ছাড়াও স্বনামে ও বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন।

    এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী তাদের সম্পদের উৎস, দায়-দেনা, আয়ের বিবরণসহ বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে বিবরণী দাখিল না করলে বা মিথ্যা তথ্য প্রদান করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোটিশে।

    উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সর্বশেষ, ২০২৪ সালের ২৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

    নোটিশ প্রদান বিষয়ে উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, “এর আগে একবার নোটিশ পাঠানো হলেও বাড়িতে কাউকে না পেয়ে তা ফেরত আনা হয়। এবারো একই কারণে নোটিশগুলো ফটকে টানিয়ে দেওয়া হয়েছে।” তবে অভিযুক্তদের কারো সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।  


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন