সোমবার, ২১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • ছাত্রদের দাবীর প্রেক্ষিতে পটিয়া থানার ওসি প্রত্যাহার, নতুন ওসি যুযুৎ যশ চাকমা

    ছাত্রদের দাবীর প্রেক্ষিতে পটিয়া থানার ওসি প্রত্যাহার, নতুন ওসি যুযুৎ যশ চাকমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে আপাতত ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎ যশ চাকমা।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর ঘোষিত অবরোধ কর্মসূচির চাপে বুধবার (২ জুলাই) রাত ১১টায় ওসি নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়। জানা গেছে, আন্দোলনরত ছাত্রদের ওপর দুই দফা লাঠিচার্জের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ ঘটনায় ছাত্ররা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়।

    বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি চলে। প্রশাসনের পক্ষ থেকে ওসি প্রত্যাহারের আশ্বাস দিলে সন্ধ্যা ৭টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এরপর রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে ওসি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

    চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হবে।”

    উল্লেখ্য, দায়িত্বপ্রাপ্ত নতুন ওসি যুযুৎ যশ চাকমা বর্তমানে চন্দনাইশ থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত।
     


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন