রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • পঞ্চগড়ে সেনা অভিযানে অনলাইন জুয়ার মূল হোতা গ্রেপ্তার

    পঞ্চগড়ে সেনা অভিযানে অনলাইন জুয়ার মূল হোতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু সাত্তার (২৫) নামে এক তরুণকে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২ টায় পর্যন্ত জেলা শহরের রওশনাবাগ এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

    এসময় তার বাড়িতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪ টি মোবাইল ১ টি ল্যাপটপ জব্দ করা হয়। তার বিভিন্ন আইডিতে ১২ লাখ টাকা খুঁজে পায় সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান।  আবু সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। 

    সেনাবাহিনী সূত্রে জানা যায়, তিনি স্ত্রী সন্তান ও শ্যালক নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়ায় থাকতেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতো না সাত্তারের পরিবারের কেউ। গত পাঁচ বছর ধরে এই অনলাইন জুয়ার সাথে জড়িত বলে জানায় তারা। এমনকি প্রতি মাসে আয় হতো ১ লাখ টাকা।  

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান বলেন, প্রকাশ্য জুয়া আইন ১৯৭৪ এর চার ধারায় আবু সাত্তার নামে এই ব্যক্তিকে বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

    পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলা শহরের রওশনাবাগ এলাকায় একটি বাড়িতে অনলাইন জুয়ার আসর বসে। আমরা অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে আটক করেছি। পরে ভ্রাম্যমান আদালতে তার সাজা হয়েছে। 
     


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন