রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

    পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১০ মহররম ইসলামের ইতিহাসে ত্যাগ, সাহসিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এদিন কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত এক মহৎ আদর্শের প্রতিনিধিত্ব করে, যা যুগে যুগে মজলুমদের অনুপ্রেরণা যুগিয়েছে।

    শনিবার (৫ জুলাই) দেওয়া বাণীতে তিনি বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ ছিল অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সংগ্রাম। আজও সেই চেতনা আমাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা দেয়।

    বিগত ১৬ বছরে বাংলাদেশে যে দমন-পীড়ন ও জবাবদিহিহীন শাসন চলছে তা তুলে ধরে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গুম, বিচার বহির্ভূত হত্যা, ভোটাধিকার হরণ ও দুর্নীতির এক অন্ধকার যুগ কায়েম করেছে। এসব কর্মকাণ্ড ছিল অন্যায়ের পক্ষে দাঁড়ানো এজিদ বাহিনীর মতোই পৈশাচিক।

    তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা ও সুচিকিৎসা থেকে বঞ্চিত করাও ছিল ক্ষমতার অপব্যবহারের চরম নিদর্শন। দেশছাড়া নেতাদের নিষ্ঠুর শাসন এবং দমন-পীড়নের নীতি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

    তারেক রহমান আশুরার শিক্ষার আলোকে ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন