রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • কুয়েতে বাহরাইন বিএনপি নেতা আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা 

    কুয়েতে বাহরাইন বিএনপি নেতা আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ কুয়েত আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন   করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখা।

    সভাপতি মীর মোশারফ হোসেন মোস্তফার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক গোল্ডেন সেলিম খানের সঞ্চালনায়। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বিপুল সংখ্যক প্রবাসী নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি গোটা অনুষ্ঠানকে উৎসব মুখর করে তোলে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার প্রধান উপদেষ্টা এ কে এম হাবিবুল হাসান আলামিন।

    প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,বাহরাইন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মিলাদুর রহমান সজীব,অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ,ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন,মানামা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাঈনউদ্দিন হাবীব।

    বাংলাদেশ থেকে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর–বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী।

    অনুষ্ঠানে কুয়েত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। 

    বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ৩১ দফা রূপরেখা, আন্দোলন-সংগ্রাম এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

    এ সময় সংবর্ধনা অনুষ্ঠানের অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    পরিশেষে আজিজুল ইসলাম সিরাজীর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন