জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর, আহতদের ক্ষোভ


রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর চালিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থনে আহত কয়েকজন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় বারডেম হাসপাতালের পাশে ফাউন্ডেশনের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ, দ্বিতীয় ধাপের আর্থিক সহায়তা বারবার প্রতিশ্রুতি দিয়েও দেওয়া হয়নি। দুপুরের পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অনেকে অফিসের সামনে জড়ো হন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফাউন্ডেশনের সিইও কামাল আকবর জানান, আজ টাকা দেওয়া সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হয়ে আহতরা অফিসে তালা দেন এবং এক পর্যায়ে ভাঙচুর চালান।
ভাঙচুরে পানির ফিল্টার ও দরজার কাঁচ ভেঙে ফেলা হয়, চেয়ারগুলো এলোমেলোভাবে পড়ে থাকে। আহত মামুন হোসেন বলেন, “আমাদের আহতদের জন্যই এই ফাউন্ডেশন, অথচ আমাদের বারবার ঘোরানো হচ্ছে।” আহত নাজমুল হোসেন অভিযোগ করেন, পরিচিতদের অগ্রাধিকার দিয়ে অনুদান দেওয়া হচ্ছে।
সিইও কামাল আকবর বলেন, “আহতদের মানসিক চাপ রয়েছে, তাই উত্তেজনা থেকে ভাঙচুর হয়েছে। গুরুতর আহতদের দ্বিতীয় ধাপে সহায়তা দেওয়া হচ্ছে, বাকিদেরও দেওয়া হবে।” তিনি জানান, ৮০৬ জনকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হয়েছে এবং মোট ৭ কোটি টাকার তহবিল রয়েছে। ভুয়া দাবি করা ৩৯ জনকে তালিকা থেকে বাদ দিতে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর আলোচনা করে রোববার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সিইও।
এন কে/বিএইচ
