রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি রাব্বানী ইসলাম অমি খানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে দশমিনা পূঁজাখোলা পায়রা ফুটকর্নার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বানী ইসলাম অমি উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খান বাড়ির মো. এনায়েতুল্লা আলম বাবুল খানেন ছোট ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজ শাখার সাবেক সভাপতি ও  উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা যুবলীগ কর্মী।

    থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে  ইউনিয়নের বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ,ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী  আহত হয়। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে বেতাগী সানকিপুর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ মার্চ দশমিনা থানায় পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি এসএম সাহজাদা সাজুসহ আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন।

    মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট পরিচলন  চালিয়ে ওই মামালার এজাহারের ২৪ নম্বর আসামি রাব্বানী ইসলাম অমিকে দশমিনা সদর ইউনিয়নে ২ নং ওয়ার্ড পূঁজাখোলা পায়রা ফুট কর্নার থেকে গ্রেফতার করে।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, রাব্বানী ইসলাম অমিকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান রয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন