রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • বেলি আফরোজর নতুন গান ‘আমায় ঠকাইলে’

    বেলি আফরোজর নতুন গান ‘আমায় ঠকাইলে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গায়িকা বেলি আফরোজ। অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন। এবার ফোক গান নিয়ে হাজির হলেন তিনি। তাঁর এবারের গানের শিরোনাম ‘আমায় ঠকাইলে’। লিখেছেন এআর রাব্বি, সুর-সংগীত করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন।

    গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত। এতে বেলির সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান।

    ‘আমায় ঠকাইলে’ এখন দেখা যাচ্ছে বেলি আফরোজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। পাশাপাশি গানটি পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

    নতুন গান নিয়ে বেলি আফরোজ বলেন, ‘ দেশের বাইরের কনসার্টে গেলে প্রবাসী ভাইরা ফোক গান করার কথা প্রায় সময় বলতেন। সেই ভাবনা থেকে এবার  নতুন এক ফোক গান করার চেষ্টা করলাম । সবসময় চেষ্টা করি ভালো বাংলা গান উপহার দিতে। এই গানটিও সে ভাবনা থেকেই করা। কথা, সুর, সংগীত-সবকিছুই ভালো লেগেছে। চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে।’

    এর আগে কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে ‘কখনো আবার’ শিরোনামের একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছিলেন বেলি।

    প্লেব্যাকের ব্যস্ততা নিয়ে বেলী বলেন, এখন পর্যন্ত আশিটির মতো ছবিতে গেয়েছি। শ্রোতারা গ্রহণ করেছেন বলে সুন্দরভাবে কাজগুলো করতে পেরেছি। আশা করি, নতুন গানটি সবার ভালোলাগবে। 


    উল্লেখ্য, চট্রগ্রামের জনপ্রিয় এবং নারীদের একমাত্র ব্যান্ডদল  ‘ব্লু বার্ড’। সেখানে জুনিয়র সদস্য হিসেবে বেলি ড্রাম শেখার জন্য যোগ দেন। মূলত,  ক্লাস থি্রতে থাকার সময় মূলত বেলি তাঁর মার ইচ্ছেতে গান শেখা শুরু করেন। এরপর ঢাকায় পাওয়ার ভয়েজে নাম লেখান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন