বরিশালে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে জনজীবন


বরিশাল ও আশপাশের এলাকায় গত চার দিন ধরে টানা মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে, যা বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঘটছে। এর ফলে নবগ্রাম রোড, বগুড়া রোড, অক্সফোর্ড মিশন রোডসহ শহরের বেশ কয়েকটি প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমি বায়ুর অংশ হলেও গড়ের তুলনায় বেশি।
টানা বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল ও উপকূলীয় এলাকায় পানি জমে চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছে। হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজারঘাট অনেক জায়গায় বন্ধ, ফলে জনজীবনে অচলাবস্থা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অধিদফতর জানায়, নদীবন্দর এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেতে রাখা হয়েছে। জেলেদের উপকূলীয় এলাকায় সাবধানে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
