রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধ সন্দ্বীপ, ডুবে গেছে বাড়ি-ঘর ও রাস্তা

    টানা বৃষ্টিতে জলাবদ্ধ সন্দ্বীপ, ডুবে গেছে বাড়ি-ঘর ও রাস্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন গ্রামাঞ্চলে তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক। ফলে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নআয়ের বাসিন্দারা।

    বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পন্ডিতের হাট থেকে পশ্চিম সড়ক, বীরশ্রেষ্ঠ কালী বাড়ি ধাম এলাকা, মগধরা, কালাপানিয়া, হারামিয়া, সারিকাইত ও পৌরসভার রহমতপুর কলোনিসহ একাধিক স্থানে বৃষ্টির পানি জমে রয়েছে। এসব এলাকার সড়ক ও বাসাবাড়ির নিচতলা ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

    স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই অনেক স্থানে পানি জমে থাকে। কিন্তু এবারের বৃষ্টিপাত ছিল টানা ও প্রচণ্ড, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে স্কুলগামী শিশু, অফিসগামী কর্মজীবী মানুষ ও দিনমজুররা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

    গ্রামীণ এলাকার চিত্র আরও ভয়াবহ। অনেক গ্রামের কাঁচা সড়ক পানির চাপে ভেঙে গেছে, বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। এতে বসতঘর ছাড়াও গবাদি পশু ও কৃষি জমির ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

    এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ রাশেদ আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টাতেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই, বরং বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

    জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশন ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগীরা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন