ছিনতাইকারীর হাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাএ খুন
.jpg)

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অনার্স শিক্ষার্থী। নিহত ছাত্রের নাম মো. মাহফুজুর রহমান (২২)। তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার পিতার নাম মো. ফারুক এবং মাতা মোছা. রেবেকা বেগম।
বুধবার (৯ জুলাই) রাত ১২:৩০ এর দিকে গাজীপুরের টঙ্গীবাজার ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী ফ্লাইওভারের উপর দিয়ে একা হেঁটে যাওয়ার সময় মাহফুজের পথরোধ করে একদল ছিনতাইকারী। তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চায়। প্রতিরোধ করায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যান । অতপর স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজ কে মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহতের পকেটে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করে । রেজিস্ট্রেশন নম্বর: ২২১২২৬৫৬৫১২।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
এলাকাবাসী জানান টঙ্গী ফ্লাইওভার, স্টেশন রোড, চেরাগআলী মোড় ও গাজীপুর এলাকায় সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়।
স্থানীয় লোকজন বলছেন - ছিনতাইকারীর সক্রিয়তা এটা আমাদের জীবনের হুমকি। নিরপরাধ মানুষ গুলো প্রতিদিন কোন না কোন ভাবে জান মাল সবএ হারাচ্ছে। রাত হলেই এই এলাকায় আতঙ্ক শুরু হয়, আমাদের এলাকায় সাধারন মানুষের জন্য নিরাপত্তা জোরদারে প্রশাসনের নিকট অনুরোধ করছি।
