রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু, আহত ১

    শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু, আহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় আরেকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনাটি ঘটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে।

    নিহত চারজন হলেন—রানা নায়ক (১৭), শ্রাবণ নায়ক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান। আহত তরুণের নাম রবি বুনার্জী (২০)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে একটি সেপটিক ট্যাংকে নামার পর দুর্ঘটনাটি ঘটে। ট্যাংকে নামার পরপরই বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন তারা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, “রাতে যেসব তরুণকে হাসপাতালে আনা হয়েছিল, তাদের সবাই মারা গেছেন। পরে একজনকে (রবি বুনার্জী) জীবিত অবস্থায় আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।”

    তিনি আরও বলেন, “আত্মীয়দের কাছ থেকে জেনেছি, তারা সেপটিক ট্যাংকের ভেতরে গিয়েছিল। ধারণা করছি, বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

    শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন