রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • খাল-বিল উপচে পানি, ধসে পড়ছে গ্রামীণ রাস্তা

    খাল-বিল উপচে পানি, ধসে পড়ছে গ্রামীণ রাস্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েকদিনের বিরামহীন বৃষ্টিতে উপকূলীয় দশমিনার জনপদ জনদূর্ভোগ বহুগুণে বেড়েছে। অধিকাংশ এলাকায়  জলাবদ্ধতা দেখা দিয়েছে। খাল বিল সব পানিতে থৈ থৈ করছে। মাইলের পর মাইল চাষের জমিতে হাঁটু থেকে কোমর সমান পানিতে একাকার হয়ে গেছে। টানা বৃষ্টিতে মানুষ কার্যত ঘরবন্দি হয়ে পড়েছে। উপজেলা শহর থেকে শুরু করে গ্রামের মানুষ পর্যন্ত জলাবদ্ধতার কবলে পড়েছেন।

    বৃষ্টির পানিতে উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ১২ কিলোমিটার পাকা সড়কের বিধ্বস্ত দশা হয়েছে।  যান চলাচল বন্ধের উপক্রম হয়েছে। একইভাবে অধিকাংশ কাঁচা মাটির সড়ক চলাচল অনুপযোগী হয়ে গেছে। পাঁচ-ছয় ইঞ্চি গভীরতার কাঁদা পেরিয়ে চলাচল করতে মানুষের অসহনীয় ভোগান্তি হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তির যেন শেষ নেই। অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে। 

    বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাস পাড়া গ্রামের অটোচালক বশার হাওলাদার, নাসির উদ্দীন খান ও সবুজ হোসেন বলেন, ‘ এমনিতেই অনেক পাকা রাস্তা আগেই নষ্ট হয়ে গেছে। এহন লাগাতার বৃষ্টিতে বড় বড় গর্ত অইয়া গ্যাছে। গাড়ি চলাচল করা যায় না।’একই দশা উপজেলার ৭টি ইউনিয়নের  প্রায় ১২/১৪ কিলোমিটার পাকা সড়কের। জনভোগান্তির শেষ নেই। টানা বৃষ্টিতে ভোগান্তি বহুগুণে বেড়েছে। 

    বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, তার ইউনিয়নে যোগাযোগ করার একমাত্র পথ দশমিনা-গবাঁশবাড়িয়া লঞ্চঘাট বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পাকা সড়ক ও গছানী বাজারের উত্তর পার হয়ে বাউফল উপজেলা কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের কাচা রাস্তা কয়দিনের বৃষ্টিতে এখন চরম দুরাবস্থা হয়েছে। শিক্ষার্থী ও পথচারীদের চলাচল বন্ধের উপক্রম হয়েছে। 

    এদিকে বৃষ্টির এই ধারা আরো একদিন থাকবে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস দেওয়া আছে। দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ( সিপিপি) টিম লিডার পিএম বাদল জানান, লঘুচাপের প্রভাবে মেঘবলয় সৃষ্টির কারণে বিরামহীন বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার নাগাদ বৃষ্টির ধারা থাকবে এরপর কমতে পারে। 

    খেপুপাড়া রাডার স্টেশনের দেওয়া তথ্যানুসারে কলাপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনো বৃষ্টির এই ধারা অব্যাহত রয়েছে। বিরামহীন বৃষ্টিতে গোটা উপকূল জুড়ে জনজীবনে ভোগান্তির শেষ নেই। শ্রমজীবী মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন