রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দেওয়ার অভিযোগ

    চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ভূমিহীন ও কৃষকের থেকে চাঁদা না পেয়ে চাষাবাদ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভূমিহীন ও কৃষকরা।  

    বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে হাতিয়া উপজেলা পরিষদের প্রাঙ্গণে তমরদ্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে ভূমিহীনদের নিরাপত্তা, চাষাবাদ বন্ধের ষড়যন্ত্র রোধ করাসহ বিভিন্ন দাবি নিয়ে ভূমিহীনরা হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিনের কাছে একটি স্মারকলিপি দেন।  

    মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার চরআতাউরের বাসিন্দারা ভূমিহীন পরিবারের সদস্য। বর্ষা মৌসুম শুরু হওয়ার প্রথম থেকে চরে চাষাবাদের জন্য তারা প্রস্ততি নিয়ে থাকে। প্রশাসনের সঙ্গে কথা বলে চরের দক্ষিণ পাশে নির্দিষ্ট এলাকায় চাষাবাদ শুরু করে। হঠাৎ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা (অব্যাহতি প্রাপ্ত) নিজাম চৌধুরী,শামীম উদ্দিন ও আলমগীর কবিরের নেতৃত্বে একটি গ্রুপ চর দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা চরের ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করতে বিভিন্ন ভাবে চাপ দেয়। তাদেরকে চাঁদা দিয়ে চাষাবাদ করতে হবে বলে হুমকি দেয়।  

    এসময় তারা অভিযোগ করেন, চর নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা চরে গিয়ে একটি মানববন্ধন করেন। এতে চরের কোন ভূমিহীনকে তারা রাখেনি। তমরদ্দি ঘাট থেকে শ্রমিক নিয়ে তারা এ মানববন্ধন করেন। চরের জমি দখলে নেওয়ার জন্য এটা তাদের একটা ষড়যন্ত্র। ইতিমধ্যে হাতিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করতে না পারায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। চর দখলের চেষ্টায় বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অভিযুক্ত তিনজনকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।  

    মাববন্ধনে বক্তব্য রাখেন,তমরদ্দি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো.রুবেল, ভূমিহীন নেতা মো.খোকন, আক্তার হোসেন. মো.রহিম প্রমূখ।

    যোগাযোগ করা হলে অভিযোগ নাকচ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা নিজাম চৌধুরী ও মেজবাহ উদ্দিন শামীম বলেন, আমরা কোন চর দখলের সাথে সম্পৃক্ত নেই। একটি চক্র আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করিয়েছে।  

    এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিনের বলেন, চর আতাউরে যাদের কোন কাগজ নেই, বন্দোবস্তোর জায়গা নেই তারা ওই জায়গাটা দখল করার পায়তারা করছে। ভূমিহীন যারা আসছে তাদেরও বৈধতা নেই,যারা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে,তাদেরও কোন বৈধতা নেই। আমরা ইতিমধ্যে সব পক্ষকে মাইকিং ও গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছি যারা অবৈধ দখল করবে তারা সমস্যা গ্রস্থ হবে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন