ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লাবলুকে শ্রদ্ধায় স্মরণ


গত মঙ্গলবার ছিল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। পেশাগত জীবনে তিনি ছিলেন অপরাধ সাংবাদিকতার অগ্রদূতদের একজন। সততা, নিষ্ঠা ও সাহসিকতার মাধ্যমে সাংবাদিকতায় নিজের স্বকীয়তা গড়ে তুলেছিলেন।
লাবলু ছিলেন সাংবাদিক সমাজে অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় মুখ। ক্র্যাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও সাংবাদিক সমাজে অনুভূত হয়।
এই দিনে তাকে স্মরণ করে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সহকর্মীরাও বিভিন্নভাবে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
২০১৯ সালের এই দিনে রাত সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন এই গুণী সাংবাদিক।
সাংবাদিক লাবলুর ছোট ভাই আবাদুজ্জামান শিমুল জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে লাবলু ছিলেন একজন ব্যতিক্রমী প্রতিভা। অল্প সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন দক্ষ অপরাধ সাংবাদিক ও সংগঠক হিসেবে। শুধু নিজের পেশাগত দায়িত্বেই নয়, সারাজীবন ব্যয় করেছেন সাংবাদিকদের অধিকার ও কল্যাণের জন্য।
ক্র্যাব গঠনে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন একাধিকবার।
বন্ধুসুলভ আচরণ, সহজ-সরল ব্যবহার আর বিপদে এগিয়ে যাওয়ার মানসিকতা তাকে সহকর্মীদের প্রিয় করে তুলেছিল। অনেক সহকর্মীই মনে করেন, তার হঠাৎ প্রস্থান ছিল সাংবাদিক সমাজের এক অপূরণীয় ক্ষতি।
আখতারুজ্জামান লাবলুর সাংবাদিকতা জীবনের শুরু হয়েছিল দৈনিক কিষান পত্রিকায়। এরপর তিনি কাজ করেছেন দৈনিক সমাচার, বাংলাদেশ নিউজ সার্ভিস (বিএনএস)-এ।
২০০৪ সালে দৈনিক ভোরের কাগজে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। সেখানে তিনি অপরাধ প্রতিবেদক হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেন। পরে হন প্রধান প্রতিবেদক, এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্বেই ছিলেন।
একজন সংগঠক, সহানুভূতিশীল মানুষ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে আখতারুজ্জামান লাবলুর অবদান আজও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সহকর্মীরা।
