রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • যশোররে মনিরামপুরে শাহ্ মান্দার তলায় দানবাক্স ভেঙে টাকা চুরি

    যশোররে মনিরামপুরে শাহ্ মান্দার তলায় দানবাক্স ভেঙে টাকা চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোররে মনিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাটি ইউনিয়নে সার্বজনীন পূজামণ্ডপ ‘শাহ্ মান্দার তলায় দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ৯জুলাই বুধবার গভীর রাতে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই শাহ্ মান্দার তলা মন্দির চত্বরে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আড্ডা লক্ষ্য করা যায়। ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত হওয়ায় এই স্থানটি অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ—এখানে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন ও ব্যবসা। এই সুযোগে প্রতিবছরই ২-৩ বার দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে থাকে।

    উল্লেখ্য, বহু বছর ধরে সনাতন ধর্মাবলম্বীরা এই শাহ্ মান্দার তলায় পূজা-অর্চনা করে আসছেন। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, অনেক মুসলিম ধর্মের মানুষও এখানে মানত করে আসেন। প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে চলে মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মানত ও পূজার জন্য ছুটে আসেন এই পূণ্যস্থানে।

    দানবাক্স চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলেন, যদি নিয়মিত পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা থাকত, তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা সম্ভব হতো। তারা আরও জানান, এই পূজামণ্ডপ ও তার আশপাশে মাদকসেবীদের আড্ডা এখন সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে।

    এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত দানবাক্স চুরির সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং স্থানটিকে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। সেইসঙ্গে মন্দির প্রাঙ্গণে নিয়মিত পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন