রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙিয়ে প্রতারণা: সন্দ্বীপবাসীকে সতর্ক থাকার আহ্বান (ইউএনও) 

    উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙিয়ে প্রতারণা: সন্দ্বীপবাসীকে সতর্ক থাকার আহ্বান (ইউএনও) 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সন্দ্বীপ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে উপজেলার জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, কিছু প্রতারক চক্র ইউএনও-র নাম ব্যবহার করে একজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনা তার দৃষ্টিগোচর হওয়ার পরপরই তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান।

    গত ৩ জুলাই ২০২৫ তারিখে তিনি সন্দ্বীপ উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর থেকেই তিনি উপজেলাবাসীর মৌলিক চাহিদার দিকে নজর রেখে একটি জনবান্ধব প্রশাসন গঠনের লক্ষ্যে কাজ করে চলেছেন। তবে সাম্প্রতিক এই প্রতারণার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত বলে উল্লেখ করেন তিনি।

    ইউএনও মংচিংনু মারমা বলেন, “কেউ যদি আমার নাম বা মোবাইল নম্বর ব্যবহার করে কোনও প্রকার আর্থিক বা অন্য কোনো অনৈতিক সুবিধা দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করছি।”

    তিনি আরও জানান, সন্দ্বীপ উপজেলার সার্বিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। জনগণকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে প্রশাসন সবসময় সক্রিয় থাকবে।

    সবার প্রতি শুভবুদ্ধির উদয়ের প্রত্যাশা ব্যক্ত করে ইউএনও বলেন, “জনগণের সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ ও উন্নত সন্দ্বীপ গড়ে তোলা সম্ভব।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন