রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • লঙ্কানদের জালে বাংলাদেশের ৯ গোল

    লঙ্কানদের জালে বাংলাদেশের ৯ গোল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে স্বাগতিকরা।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় শ্রীলঙ্কার রক্ষণ ভেঙে দেয় বাংলাদেশ। মোসাম্মৎ সাগরিকা হ্যাটট্রিক করেন, মুনকি আক্তারের জোড়া গোলের পাশাপাশি স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি করেন একটি করে গোল। বাংলাদেশের নয়টি গোলের মধ্যে ছয়টি এসেছে দ্বিতীয়ার্ধে।

    এদিন এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের মধ্যে আটজনকে শুরুর একাদশে রাখেন কোচ। প্রথম মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করেন স্বপ্না রানী। এরপর তৃতীয় মিনিটে মুনকি আক্তার গোল করে ব্যবধান বাড়ান।

    প্রথমার্ধে সাগরিকা ৩৭ মিনিটে একটি গোল করেন। আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

    দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মুনকি, ৪৯ মিনিটে সিনহা, ৫২ ও ৫৮ মিনিটে সাগরিকা গোল করেন। ৮৫ মিনিটে রুপা আক্তার ও অতিরিক্ত সময়ে শান্তি মার্ডি গোল করেন। শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল করে ৯–১ ব্যবধানে ম্যাচ শেষ করে।

    এই টুর্নামেন্টে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। চার দল একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে।

    বাংলাদেশ আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ১৫ ও ১৭ জুলাই দুই ম্যাচে প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে আবার মাঠে নামবে, ২১ জুলাই নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।

    বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য বেশ ভালো। ২০২৪ সালে তারা ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। এখন পর্যন্ত পাঁচবারের চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন