নতুন সূর্যোদয়, না নতুন অন্ধকার.?


নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখানো হচ্ছে, বলা হচ্ছে সূর্যোদয়ের নতুন যাত্রা শুরু হয়েছে। কিন্তু বাস্তব চিত্র কী বলছে ?রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, দুর্দশা ও অবহেলার করুণ দৃশ্য বারবার চোখে পড়ছে।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি চিত্রে দেখা যায়—এক ব্যক্তি রাস্তায় পড়ে আছেন অজ্ঞান অবস্থায়। চারপাশে মানুষের চলাচল, কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না।এই দৃশ্য শুধু একটি মুহূর্ত নয়, বরং গোটা সমাজের নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরে।
একজন সাধারণ নাগরিক, এমনকি একজন ধর্মীয় নেতাও যদি এই দেশে নিরাপদ না থাকেন, তবে প্রশ্ন ওঠে—এই নতুন সূর্যোদয়ের মানে কী?
১৯৫২, ১৯৭১, ১৯৯০ কিংবা ২০২৪—প্রতিটি গণআন্দোলনই ছিল জনগণের অধিকার আদায়ের জন্য। অথচ আজও আমরা সেই মৌলিক নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছি না।মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ আর রাষ্ট্রীয় কর্তব্য—সব কিছুই যেন আজ প্রশ্নবিদ্ধ।
বিশেষজ্ঞরা বলছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের জন্য নয়—জনগণের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করারও দায় তাদের উপর বর্তায়। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় এড়ানোর সুযোগ নেই।
নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের পা রাখা উচিত আলোয়, অন্ধকারে নয়। এই অন্ধকার থেকে উত্তরণের জন্য সরকার, প্রশাসন এবং সমাজ—সব পক্ষেরই এখন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রয়োজন।
