রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে সকাল-সন্ধ্যা দোয়াটি পড়তে হবে

    শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে সকাল-সন্ধ্যা দোয়াটি পড়তে হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বীনের পথে চলতে গিয়ে আমরা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ, ভয়, প্রলোভন ও আত্মিক দুর্বলতার মুখোমুখি হই। শয়তান বার বার আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে, শিরক ও পাপাচারে লিপ্ত করার চেষ্টা করে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া নফস ও শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বাঁচার সাধ্য আমাদের নেই।

    তাই আমরা যেন বার বার আল্লাহ তাআলা কাছে নিজের নফস ও শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই। আল্লাহর আনুগত্যের জন্য তার তওফিক চাই। প্রিয় নবি হজরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবিদের কিছু দোয়া শিখিয়েছেন, যেগুলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার উত্তম মাধ্যম।

    আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নবিজির (সা.) প্রিয় বন্ধু ও সাহাবি আবু বকর (রা.) একবার নবিজিকে (সা.) বললেন, হে আল্লাহর রাসুল! আমাকে এমন কোনো দোয়া শিখিয়ে ‍দিন যা আমি সকাল-সন্ধ্যা পাঠ করতে পারি। উত্তরে নবিজি (সা.) শয়তান ও নফসের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করার এ দোয়াটি শিখিয়ে দেন,

    اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

    উচ্চারণ: আল্লাহুম্মা আলিমাল-গাইবি ওয়াশ-শাহাদাহ ফাতিরাস-সামাওয়াতি ওয়াল-আরয রাব্বা কুল্লি শাইইউওঁ ওয়া মালীকাহু আশহাদু আল্লা ইলা-হা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসী ওয়া মিন শাররিশ-শাইত্বানি ওয়া শিরকিহি।

    অর্থ: হে আল্লাহ! আপনি দৃশ্য ও অদৃশ্য সবকিছুর পরিজ্ঞাতা, আপনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, আপনি প্রত্যেক কিছুর রব ও মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার আশ্রয় চাই আমার নিজের নফসের অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট ও তার শিরক থেকে।
    নবিজি (সা.) বলেন, সকাল সন্ধ্যা এবং শয্যাগ্রহণের সময় আপনি এই দোয়া পাঠ করবেন। (সুনানে তিরমিজি: ৩৩৯২)

    এই দোয়ায় রয়েছে মহান আল্লাহর গুণবাচক নামের স্মরণ, তাঁর মহত্বের স্বীকৃতি, নিজের আত্মিক দুর্বলতার স্বীকারোক্তি এবং তাঁর কাছে একান্তভাবে সাহায্যের আবেদন। নবিজির (সা.) নির্দেশনা অনুযায়ী এই সুন্দর দোয়াটি সকালে, সন্ধ্যায় এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঠ করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের নফস ও শয়তানের প্রতারণা ও অনিষ্ট থেকে রক্ষা করবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন