মেসির জাদুতে ন্যাশভিল বিধ্বস্ত, এমএলএসে নতুন অধ্যায়


রোববার (১৩ জুলাই) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিল এসসি’র বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার করা দুটি গোলের ওপর ভর করেই ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।
এই ম্যাচে জয়লাভের মাধ্যমে মেসি শুধু দলকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেননি, একইসঙ্গে গড়েছেন একটি অনন্য রেকর্ডও। এমএলএস-এ টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়ে নতুন ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি।
মেসির অসাধারণ ফর্ম এবং নেতৃত্বে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ইন্টার মায়ামি। প্রতিপক্ষদের বিপক্ষে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সে মায়ামির চ্যাম্পিয়নশিপ স্বপ্ন যেন আরও জোরালো হয়ে উঠছে।
মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। রোববার (১৩ জুলাই) ভোরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ন্যাশভিল এসসি’র বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে দলটি। ম্যাচের নায়ক স্বাভাবিকভাবেই লিওনেল মেসি—দুটি চোখধাঁধানো গোল করে দলকে এনে দিয়েছেন টানা পঞ্চম জয়।
এই ম্যাচে মেসি গড়েছেন নতুন ইতিহাস। এমএলএস-এ প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়েছেন তিনি। এক সপ্তাহ আগেই টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড ছিল তাঁর দখলে, এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন।
ম্যাচের ১৭ মিনিটে বাঁ পায়ের নিখুঁত ফ্রি কিক থেকে ম্যাচের প্রথম গোল করেন মেসি, যা ছিল তাঁর ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল এবং ইন্টার মায়ামির হয়ে ষষ্ঠ। এরপর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের ভুল পাস ধরে নিয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি, যা ছিল পুরোপুরি তার বিচক্ষণতার ফল।
এই পারফরম্যান্সের মাধ্যমে মেসি ফিরলেন ২০১২ সালের রূপে, যখন তিনি বার্সেলোনার হয়ে টানা ছয়টি লা লিগা ম্যাচে একাধিক গোল করেছিলেন। দীর্ঘ ১২ বছর পর আবারও টানা পাঁচ ম্যাচে ডাবল গোল করে সেই পুরোনো ‘গোলমেশিন’ মেসিকে মনে করিয়ে দিলেন তিনি।
এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি ১৫ ম্যাচে পাঁচ জয় নিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছে। এ পর্যন্ত মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যা ন্যাশভিলের স্যাম সারিজের সমান। তবে মেসি এই গোলগুলো করেছেন ছয়টি কম ম্যাচ খেলেই, যা তাঁর কার্যকারিতা আরও ভালোভাবে প্রমাণ করে।
ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হানি মুখতার, যেটি এসেছিল অ্যান্ডি নাজারের একটি নিখুঁত ক্রস থেকে। তবে শেষ পর্যন্ত গোল ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি, যারা এখন পূর্বাঞ্চলীয় কনফারেন্সের শীর্ষ দুই দল ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাটির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে মাত্র পাঁচ পয়েন্টে।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “লিও একজন ব্যতিক্রমী ফুটবলার। আমার মতে, সে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ। সে প্রতিনিয়ত এমন কিছু করে দেখাচ্ছে, যা আমরা কেবল অতীতে দেখেছি বলে ভাবতাম।”
তিনি আরও যোগ করেন, “বুসকেটস ও মেসির বোঝাপড়া দুর্দান্ত। তারা বহু বছর একসঙ্গে খেলেছে। দ্বিতীয় গোলেই বোঝা গেছে, তারা না দেখেও একে অপরের চাল বুঝে নিতে পারে।”
