রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • নরসিংদী বাজারের ইজারাদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নরসিংদী বাজারের ইজারাদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী বড় বাজারের ইজারাদার ইব্রাহিম সরকার বাদশার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (১২ জুলাই) বিকেলে নরসিংদী শহরের কান্দাপাড়া মহল্লায় ইজারাদারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদারের বড় ভাই ও বিএনপি নেতা ওবায়দুল করিম সিজার সরকার। তিনি অভিযোগ করেন, বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন ধরে নির্বাচন না করে পদ আঁকড়ে আছেন বাবুল সরকার। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সালিশের নামে টাকা আদায়সহ নানা অপকর্মের অভিযোগ থাকা সত্ত্বেও তিনি বাজার কমিটির সভাপতি পদে বহাল রয়েছেন।

    তিনি বলেন, বাবুল সরকার কখনো জাতীয় পার্টি, কখনো বিএনপি, আবার কখনো আওয়ামী লীগপন্থী সেজে গত ১৬ বছর ধরে বাজার কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি বিএনপির একনিষ্ঠ কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন।

    বক্তারা আরও অভিযোগ করেন, বাজার পরিচালনা কমিটির নির্বাচন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করে বাবুল সরকার ব্যবসায়ীদের হয়রানি করছেন এবং নিয়মিত চাঁদা আদায় করছেন। ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো রকম চাঁদাবাজি বা হয়রানি হলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

    সংবাদ সম্মেলনে বাজার কমিটির দ্রুত নির্বাচন আয়োজন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বড় বাজারের ইজারাদার ইব্রাহিম সরকার বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী মিলন সরকারসহ স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন