রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • জলবায়ু অর্থায়নে গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি ওয়েব পোর্টাল

    জলবায়ু অর্থায়নে গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি ওয়েব পোর্টাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে জলবায়ু অর্থায়নে কার্যকর সমন্বয়, অগ্রগতি পর্যালোচনা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চালু হতে যাচ্ছে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি)-এর ওয়েব পোর্টাল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) যৌথ উদ্যোগে এই পোর্টাল তৈরি করা হচ্ছে।

    সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পোর্টাল চালুর প্রস্তুতি চূড়ান্ত করতে আয়োজিত এক উচ্চপর্যায়ের পরামর্শ সভায় বিডিসিপি কাঠামোর সামগ্রিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের চিফ (অতিরিক্ত সচিব) মুসরাত মে জাবিন, অর্থ বিভাগের যুগ্ম সচিব মনজুর হোসেন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা দলের সদস্যরা।

    এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মোসুমি পারভীন সভায় বিডিসিপি কাঠামোর সর্বশেষ অগ্রগতি এবং ওয়েব পোর্টালের বৈশিষ্ট্য ও সম্ভাব্য ব্যবহার নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

    আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এক. ওয়েব পোর্টালের কাঠামো ও ব্যবহারযোগ্যতা: এ নিয়ে ওয়ার্কিং গ্রুপের মতামত গ্রহণ এবং ব্যবহারকারীর প্রয়োজনের সঙ্গে মিল রেখে ডিজাইন চূড়ান্তকরণ। দুই. পরবর্তী বোর্ড সভার জন্য জলবায়ু প্রকল্প ধারণা প্রণয়ন: অর্থায়ন উপযোগী প্রকল্পের খসড়া প্রস্তাব তৈরির উদ্যোগ নেওয়া। তিন. জাতীয় অগ্রাধিকার অনুযায়ী কর্মপরিকল্পনা নির্ধারণ: বিডিসিপি বাস্তবায়নের কার্যক্রমকে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও ডেল্টা প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেওয়া।

    সভায় অংশগ্রহণকারীরা জানান, ওয়েব পোর্টালটি চালু হলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর জলবায়ু অর্থায়নসংক্রান্ত কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সহজ হবে এবং প্রকল্প বাস্তবায়নে গতি আসবে।

    পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিডিসিপি প্ল্যাটফর্মের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্ব ও উদ্যোগকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা যাবে।

    সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, ওয়েব পোর্টালটি জলবায়ু অর্থায়নের তথ্যভিত্তিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন