রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা
  • ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানির অস্ত্রোপচার সেবা প্রদান

    ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানির অস্ত্রোপচার সেবা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার (১৩ জুন) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানিজনিত রোগীদের জন্য অস্ত্রোপচার (অপারেশন) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    গাক চক্ষু হাসপাতাল দিনাজপুরের উদ্যোগে এবং সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থা এর সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

    উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ শিবিরের উদ্বোধন করেন উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. মানিক মন্ডল।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, গাক চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অডিটরিচ কো-অর্ডিনেটর ইনচার্জ মো. মেরাজ মহসিন সনু, মাঠ কর্মী শাওন শেখ, আমরা করব জয় যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি (ভারপ্রাপ্ত) পলাশ কুমার দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রুবেল ইসলাম, যুব উন্নয়ন এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মেজবাহুর রহমান।

    চিকিৎসা শিবিরে গাক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মুশফিকুর আলম সেবা প্রদান করেন। তার সহকারী হিসেবে ছিলেন মো. ওমর ফারুক রিপন (রিফ্রাকশন), মোছা. দিলশাদ জাহান দিবা (কাউন্সেলিং), মোছা. ইতি মনি (ল্যাব), আতিকা ইয়াসমিন জুথি (মেডিসিন যুক্ত অপটিক্স), মোছা. মেরিনা আক্তার ও রানী আক্তার (ভিশন), মো. ফারুক হোসেন (রেজিস্ট্রেশন) প্রমুখ।

    চিকিৎসা শিবিরে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। যাদের ছানিজনিত অপারেশনের প্রয়োজন, তাদেরকে গাক চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

    গাক চক্ষু হাসপাতালের অডিটরিচ কো-অর্ডিনেটর ইনচার্জ মো. মেরাজ মহসিন সনু জানান, গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং স্থায়ীয় সংগঠন আমরা করব জয় এর সার্বিক সহযোগিতায় ফুলবাড়ীর অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার (অপারেশন) সেবা অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন