সৈয়দপুরে উপজেলা কার্যালয়ে অগ্নিকাণ্ড


সৈয়দপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের একটি এয়ার কন্ডিশনার (এসি) ইন্টেরিয়র ডিজাইনের লাইট, বৈদ্যুতিক ফ্যানও একটি এলইডি টিভি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
জানা গেছে, ঘটনার সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়টি তালাবদ্ধ ছিল। পাশের কক্ষে বসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে নিয়োজিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের সিএ (ব্যক্তিগত সহকারী) রানা বাগচী। তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি অফিস থেকে বাইরে বের হওয়ার পর পরই হঠাৎ চেয়ারম্যানের কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন “আগুন আগুন” বলে চিৎকার শুরু করেন।
তাৎক্ষণিকভাবে অফিস সহায়ক তহুরুল ইসলাম রনি এবং দায়িত্বরত আনসার ভিডিপি সদস্য মো. মুন্না দ্রুত সাড়া দেন। তারা কার্যালয়ে থাকা অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”
এদিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা দ্রুত উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হন। অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
