উইম্বলডনে নতুন রাজা, আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন সিনার


উইম্বলডনের ঐতিহাসিক ঘাসের কোর্টে লেখা হলো নতুন অধ্যায়। টেনিস বিশ্ব পেল নতুন এক চ্যাম্পিয়ন—ইতালির ইয়ানিক সিনার। মাত্র ২৩ বছর বয়সে নিজের প্রথম উইম্বলডন শিরোপা জিতে নিয়ে ইতিহাস গড়লেন তিনি। শিরোপা জয়ের পথে ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে পরাজিত করলেন স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজকে। এই জয়ে টেনিসের ভবিষ্যৎ রাজপুত্র হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন সিনার।
ম্যাচ শেষে আলকারাজকে উদ্দেশ করে সিনার বলেন, 'একটি অসাধারণ টুর্নামেন্ট ছিল এটা।
তুমি যে মানের খেলোয়াড়, তোমার বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। এই ট্রফিটা আমি রেখে দিচ্ছি—তোমার তো এর মধ্যেই দুইটা আছে!'
পরিবার ও টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিনার বলেন, 'আমার বাবা-মা, ভাই ও পুরো টিম আজ এখানে ছিল—এটা আমার জন্য অনেক স্পেশাল। আমার ভাই তো আজ এসেছে কারণ এই সপ্তাহে কোনো ফর্মুলা ওয়ান রেস নেই।'
সিনারের এ জয় একটি ঐতিহাসিক ঘুরে দাঁড়ানোর গল্পও।
গত মাসে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে ঠিক এই আলকারাজের কাছেই হেরে গিয়েছিলেন তিনি। সেই হারের মানসিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই যেন তার জয়ের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়।
