৯ মাস আগেই মৃত্যু, এবার প্রকাশ্যে পাক অভিনেত্রীর শেষ বার্তা


পাকিস্তানের করাচির একটি বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগরের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশটির সাংস্কৃতিক অঙ্গনে।
প্রথমে পুলিশের প্রাথমিক ধারণা ছিল, ৩২ বছর বয়সী এই অভিনেত্রী দুই সপ্তাহ আগে মারা গেছেন। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক বিশ্লেষণে বেরিয়ে আসে, প্রায় ৯ মাস আগেই তার মৃত্যু হয়েছিল। এতদিন পর উদ্ধার হওয়ায় মরদেহে পচন ধরেছে এবং পোকার আক্রমণের চিহ্ন পাওয়া গেছে।
তবে প্রশ্ন ওঠে, এত দীর্ঘ সময় ধরে হুমাইরার খোঁজ কেউ নেয়নি কেন। এমনকি অভিনেত্রীর সঙ্গে তার পরিবারেরও দূরত্ব ছিল বলে জানা গেছে। ফলে বিষয়টি ঘিরে দানা বাঁধে নানা সন্দেহ।
এই যখন পরিস্থিতি, দুর এ শেহওয়া নামে হুমাইরার এক ঘনিষ্ঠ বন্ধু প্রকাশ্যে এনেছেন অভিনেত্রীর পাঠানো একটি শেষ ভয়েস নোট, যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সেখানে হুমাইরাকে বলতে শোনায়, আমি দুঃখিত, আমি একটু ব্যস্ত ছিলাম, এখানে ওখানে ঘুরছিলাম। খুব খুশি হয়েছি শুনে যে তুমি মক্কায় আছো। আমার জন্য অনেক দোয়া করো প্লিজ। তোমার এই কিউটি বন্ধু কিংবা বোনের জন্য মন থেকে অনেক দোয়া করবে। আমার ক্যারিয়ারের জন্যও দোয়া করবে।
এদিকে শোনা যায়, দীর্ঘদিন ভাড়া না মেটানোয় করাচির ওই আবাসনের মালিক মামলা করেছিলেন হুমাইরার নামে। পরে হুমাইরার হদিস না মেলায় আবাসনের ওই বন্ধ ঘরে হানা দেয় পুলিশ। আর তখনই প্রকাশ্যে আসে অভিনেত্রীর মৃত্যুর খবর।
