রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • ৩২ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য, দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

    ৩২ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য, দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩২ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে, এই বাস্তবতায় দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এতে উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রধান উপদেষ্টা বলেন, প্রধান শিক্ষক নিয়োগে যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে।

    তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে পদায়ন ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষকদের বদলি নীতিমালায় সংস্কারের কথাও বলেন।

    বদলি প্রসঙ্গে তিনি বলেন, এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলির ক্ষেত্রে তদবির নয়, বরং সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে।

    বৈঠকে প্রাথমিক শিক্ষার মান নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় জানান, যেসব স্কুল ভালো করছে, সেখানে প্রধান শিক্ষকের ভূমিকা বড়। দুর্বল স্কুলগুলোর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

    এছাড়া মেয়েদের জন্য স্কুল অবকাঠামো নারীবান্ধব করতে নারী স্থপতির অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি সব স্কুলে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন