রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • এমা দাতশি: ভুটানের জাতীয় খাবার রান্নার সহজ পদ্ধতি

    এমা দাতশি: ভুটানের জাতীয় খাবার রান্নার সহজ পদ্ধতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এমা দাতশি ভুটানের জাতীয় খাবার । ভুটানের ভাষায় ‘এমা’ শব্দের অর্থ হলো কাঁচা মরিচ, আর ‘দাতশি’ হলো চিজ। খাবারটি দেখতে অনেকটা ঘন স্যুপের মতো। ভীষণ মজাদার এই খাবারটি ভুটানিরা ভাত কিংবা রুটির সঙ্গে খেয়ে থাকেন। মসলার পরিমাণ খুব কম এবং রান্না করতে সময় কম লাগে বলে অনেকের কাছেই এই খাবারটি বেশ পছন্দের।

    এমা দাতশি ভুটানের একটি সুস্বাদু খাবার। তবে দীপিকা পাড়ুকোন এক সাক্ষাৎকারে খাবারটির প্রশংসা করলে ইন্টারনেটে এর রেসিপি বেশ ভাইরাল হয়। আসুন জেনে নেওয়া যাক বাসায় বসে এমা দাতশি কীভাবে তৈরি করবেন-

    উপকরণ

    ১. হ্যালাপিনো মরিচ ৪টি

    ২. চিজ ১ কাপ

    ৩. কাঁচামরিচ ২টি

    ৪. বড় পেঁয়াজ ১টি

    ৫. টমেটো ১টি

    ৬. মাখন ১ চা চামচ

    ৭. সাদা তেল ২ চামচ

    ৮. রসুন কুচি ২-৩ কোয়া

    ৯. আদাবাটা ১ চা চামচ

    ১০. গোলমরিচ ১ চা চামচ

    ১১. ধনিয়া পাতা কুচি সামান্য

    ১২. লবণ স্বাদমতো

    প্রস্তুত প্রণালি

    হ্যালাপিনো মরিচ ও কাঁচা মরিচগুলোকে লম্বালম্বি ভাবে কেটে বিচি ফেলে ধুয়ে নিন। পেঁয়াজ, টমেটো বড় বড় টুকরো করে কেটে নিন। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর আদাবাটা এবং টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে তারমধ্যে হ্যালাপিনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে দিন।

    এরপর পানি ও চিজ ছোট টুকরো করে কেটে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। চিজ গলে গেলে তাতে মাখন, লবণ ও গোলমরিচ দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না চিজ গলে যায় এবং একটি ঘন গ্রেভি তৈরি হয়। শেষে, ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন