চট্টগ্রাম বোর্ডে ব্যাবসা শিক্ষায় সেরা আনোয়ারার মেহেজাবীনকে তারেক রহমানের শুভেচ্ছা


চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ২০২৫ পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন চৌধুরী। ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৭ নম্বর পেয়ে বোর্ডের শীর্ষস্থানে উঠে আসে তার নাম।
বাবা-মায়ের বিচ্ছেদ ঘটায় বাবাহীন অবস্থায় মায়ের একক সংগ্রামে বেড়ে ওঠা মেহেজাবীনের এই অসাধারণ অর্জন প্রথমবার সময়ের কণ্ঠস্বর-এ প্রকাশিত হয় ‘আমি কখনো ভাবিনি বোর্ডে প্রথম হবো: তাজনীন মেহেজাবীন’ শিরোনামে। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ খবর পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। এই কৃতিত্বে খুশি হয়ে তিনি শুভেচ্ছা ও সমর্থন জানান মেহেজাবীনকে।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় তারেক রহমানের পক্ষ থেকে আনোয়ারার ডুমুরিয়া গ্রামে ছুটে যান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। সঙ্গে ছিলেন দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, জাকির আহমদ, উপজেলা বিএনপির সদস্য আকতারুজ্জামান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব গাজী ফোরকান, যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির, যুবদল নেতা খালেদ মোশাররফ সোহেল, ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছেল জুয়েল প্রমুখ।
এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘দেশনেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা মেহেজাবীনকে শুভেচ্ছা জানাতে এসেছি। দেশের ভবিষ্যৎ মেধাবীদের পাশে থাকার এই প্রচেষ্টা চলবে। তিনি চান, এমন শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে আসুক।’
এসময় প্রথমে মেহেজাবীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করেন নেতারা। সংশ্লিষ্টতা নিয়ে কোনো সংকোচ না রেখে মেহেজাবীন বলেন, ‘এত বড় অনুপ্রেরণা পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। আমার কৃতিত্বকে সম্মান জানিয়ে আপনারা এখানে এসেছেন—এটাই আমার প্রাপ্তি। বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তার মা, স্কুলশিক্ষিকা শাহীন আক্তার। তিনি বলেন, ‘মেয়েকে বাবা ছাড়াই মানুষ করেছি। আজকে ওর জন্য গর্বিত শুধু আমি নই, পুরো আনোয়ারা গর্বিত
