রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে লিটন দাস টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • অপরাধীদের কঠোরভাবে দমন করে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে: ডিএমপি কমিশনার

    অপরাধীদের কঠোরভাবে দমন করে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে: ডিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কোনোরূপ ছাড় না দিয়ে কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

    মঙ্গলবার (১৫ জুলাই) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির জুন-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে কমিশনার এই নির্দেশনা দেন। সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ডিএমপি কমিশনার বলেন, “অপরাধী যেন কেউ ছাড় না পায়-এটি নিশ্চিত করতে হবে। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

    তিনি আরও বলেন, “প্রত্যেক ইউনিট প্রধানের দায়িত্ব হলো নিজ ইউনিটকে দক্ষ ও সুচারুভাবে পরিচালনা করা। এজন্য সকলকে দায়িত্ববোধ, আগ্রহ ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।”

    কমিশনার নিয়মিত টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, চেকপোস্ট পরিচালনা, মামলা তদন্তের অগ্রগতি এবং নিষ্পত্তির হার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে চোরাই গাড়ি উদ্ধার, মাদকদ্রব্য জব্দ এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রমে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

    সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, “মামলা তদন্ত ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাও জরুরি।”

    অপরদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম, পিপিএম বলেন, “ঈদুল আযহার সময় নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ডিএমপির কর্মকর্তা ও সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।” তদন্ত ও নিষ্পত্তি কার্যক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকি আরও বাড়ানোর তাগিদও দেন তিনি।

    সভায় জুন-২০২৫ মাসে ঢাকা মহানগরের সার্বিক অপরাধ চিত্র তুলে ধরেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি ডাকাতি, দস্যুতা, চুরি, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে পরিসংখ্যান উপস্থাপন করেন।

    সভা শেষে উত্তম কর্মসম্পাদনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

    অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, বিভিন্ন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন