রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • চকরিয়ায় পুলিশের স্ত্রীর ওপর হামলা ও ধর্ষণের অভিযোগ

    চকরিয়ায় পুলিশের স্ত্রীর ওপর হামলা ও ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক দুর্বৃত্ত বাসায় ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মঙ্গলবার সকালে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী।

    অভিযোগে বলা হয়, এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে। তার হাতে ছিল একটি ধারালো দা ও টর্চলাইট। বাসায় ঢুকে প্রথমে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

    ঘটনার সময় ঘরে থাকা ওই নারীর দুই শিশুসন্তান আতঙ্কে কান্না শুরু করে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর পাশের ভাড়াটিয়ারা কান্নার শব্দ শুনে ছুটে আসেন। পরে রাতেই ভুক্তভোগীর স্বামী এসে ঘটনা শুনে থানায় যান এবং সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ ও চুরির অভিযোগে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন