ঢাকায় এসে পৌঁছেছে সালমান আলী আঘার দল


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ দুপুরে ঢাকায় পা রেখেছেন দলের অধিনায়ক সালমান আলী আঘা এবং কয়েকজন ক্রিকেটার। বাকি সদস্যদের আসার কথা রয়েছে আজ বিকেলে। সফরসূচি অনুযায়ী, আগামী কয়েকদিন অনুশীলন শেষে মাঠে নামবে গ্রিন ক্যাপরা।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ২০ জুলাই। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই, একই ভেন্যুতে। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময়।
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা বলেন, “বাংলাদেশ সব কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। নিজেদের কন্ডিশনে তারা আরও বিপজ্জনক। রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, তারা অনেক বড় দলকে হারিয়েছে। এসব চিন্তা করেই আমাদের প্রস্তুতি নিচ্ছি।”
এদিকে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কার কলম্বোতে রয়েছে, যেখানে আজ তারা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে। এর আগে পাকিস্তানের মাটিতে সর্বশেষ সীমিত ওভারের সিরিজে ৩-০ ব্যবধানে হেরে ফিরেছিল টাইগাররা। ফলে নিজেদের মাটিতে সেই হার ভুলে নতুনভাবে সিরিজ শুরু করতে মুখিয়ে থাকবে লিটন কুমার দাসের দল।
