ফরিদপুরে এনসিপির পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুতি চূড়ান্ত


ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভাকে কেন্দ্র করে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জনতা ব্যাংকের মোড়ে তৈরি করা হয়েছে সভার মঞ্চ, আর আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে এই পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপি নেতারা জানিয়েছেন, ফরিদপুরে প্রবেশের পথে মধুখালীতে আরও একটি পথসভায় যোগ দেবেন তারা।
সভাস্থলে সরেজমিনে দেখা গেছে, মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে মিডিয়াকর্মীরা উপস্থিত হয়েছেন, আর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
ফরিদপুর এনসিপির সিনিয়র আহ্বায়ক এস এম জাহিদ বলেন, দুপুরে পথসভা শুরু হবে। নেতারা এখনো ফরিদপুরে পৌঁছাননি। তবে পথে মধুখালীতে একটি পথসভা করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের মতো কোনো অপ্রত্যাশিত ঘটনার আশঙ্কা করছি না। ফরিদপুরের মানুষ ভদ্র এবং সুশৃঙ্খল। আমাদের বিশ্বাস, শান্তিপূর্ণভাবে সভা সম্পন্ন করা সম্ভব হবে।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পথসভাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন, সঙ্গে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও টহলে থাকবেন। আশা করছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান শেষ হবে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকায় জনসাধারণের মধ্যেও স্বস্তি দেখা গেছে। এখন নজর ফরিদপুরবাসীর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের দিকে।
