রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ত্রাণকেন্দ্রেও রেহাই নেই, গাজায় ইসরায়েলের হামলায় শতাধিক নিহত টানা পাঁচ ম্যাচে পূর্ণ পয়েন্ট, পূজার নৈপুণ্যে অপ্রতিরোধ্য বাংলাদেশ উচ্চকক্ষ নিয়ে দু’-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত: আলী রীয়াজ ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ ডাকসু নির্বাচন: ২৯ জুলাই তফসিল ঘোষণা, ভোট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ধর্ষণ মামলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কারাগারে এনসিপির নিবন্ধন আবেদনে ৬ ত্রুটি, সংশোধনে ইসির চিঠি পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • মেসির থেমে যাওয়া গোলযাত্রায় থামল মায়ামির জয়ের পথ

    মেসির থেমে যাওয়া গোলযাত্রায় থামল মায়ামির জয়ের পথ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির গোলমেশিন এইবার থেমে গেল। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা এই আর্জেন্টাইন তারকা এবারে গোলশূন্যই রইলেন। বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলের হারে থেমে যায় ইন্টার মায়ামির জয়রথও।

    পুরো ম্যাচজুড়েই অনুজ্জ্বল ছিলেন মেসি। তার ছায়া হয়ে থাকা পারফরম্যান্সের প্রভাব পড়েছে গোটা দলের খেলায়। কোনো সময়েই জয়ের সম্ভাবা জাগাতে পারেনি মায়ামি। ফর্মে থাকা মেসির এমন ছন্দপতন দলকে অনেকটাই ভুগিয়েছে।

    ৩৮ বছর বয়সে এসেও লিওনেল মেসি যেভাবে গোলের পর গোল করে চলেছেন, তা যেন নতুন এক অধ্যায় লিখছিল ফুটবলের ইতিহাসে। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি করেছেন ১৬ গোল, যার মধ্যে শেষ পাঁচ ম্যাচেই করেছিলেন জোড়া গোল। এমন ধারাবাহিক পারফরম্যান্স তিনি সর্বশেষ দেখিয়েছিলেন ২০১২ সালে, বার্সেলোনার হয়ে। কিন্তু সিনসিনাটির মাঠে এসে থেমে গেল সেই গোলঝড়।

    বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের পক্ষে এগিয়ে দেন মাত্র ২০ বছর বয়সী মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা। এরপর দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভান্ডার ৫০ ও ৭০ মিনিটে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করেন।

    এই ম্যাচে ইন্টার মায়ামি ছিল যেন ছায়া হয়ে থাকা এক দল। পুরো ম্যাচে তারা লক্ষ্য বরাবর মাত্র দুটি শট নিতে পেরেছে। মাঠে ছিলেন লিওনেল মেসি, তবে তার খেলা ছিল নির্লিপ্ত, নেতিয়ে পড়া। গোটা দলই ক্লান্ত ও আক্রমণে অসহায় মনে হয়েছে।

    ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, "আজ আমরা শুরু থেকেই খেলায় পিছিয়ে ছিলাম। খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি স্পষ্ট ছিল—মানসিক ও শারীরিক দুই দিক থেকেই। প্রতিপক্ষ আমাদের স্পষ্টভাবে ছাপিয়ে গেছে। লিও শেষ দিকে হালকা একটা চোট পেয়েছে, তবে সেটা গুরুতর কিছু নয়।"

    এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে নেমে গেছে ইন্টার মায়ামি। তাদের পয়েন্ট এখন ৩৮, যা শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৮ পয়েন্ট কম। তবে মায়ামির সামনে এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে। পরবর্তী ম্যাচে তারা আগামী রবিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামবে—নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: