রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা পানিশূন্য হতে চলেছে কাবুল, ইতিহাসে নজিরবিহীন শঙ্কা যুক্তরাজ্যে গোপনে সম্পদ হস্তান্তর করছেন হাসিনা ঘনিষ্ঠরা শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহর পদত্যাগ

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

    এর আগে, গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে পদত্যাগের নির্দেশ দেন।

    ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে নতুন বোর্ড গঠন করা হয়। ওই সময় চেয়ারম্যান নিযুক্ত হন ওবায়েদ উল্লাহ, যিনি বিগত সরকারের আমলে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার নিয়োগে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশ ছিল।

    চেয়ারম্যান হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। ৩ জুলাই পদত্যাগের নির্দেশ পাওয়ার পরও তিনি বিভিন্ন মহলে লবিং শুরু করেন। পরে ১৫ জুলাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে। এর পরদিন ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান চালানো হয়।

    অভিযানে ওবায়েদ উল্লাহর ব্যাংক থেকে নেয়া সুযোগ-সুবিধা, বিদেশ সফর, বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরের খরচসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। ওই সফর সম্পর্কে তিনি কেবল মৌখিকভাবে জানান, যা ব্যাংক পরিচালনা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    চেয়ারম্যান পদে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নিয়োগ দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।

    ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির অংশ হিসেবে ওবায়েদ উল্লাহর পদত্যাগ ইসলামী ব্যাংকের পরিচালনায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন