রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর কার্যক্রম উদ্বোধন ত্রাণকেন্দ্রেও রেহাই নেই, গাজায় ইসরায়েলের হামলায় শতাধিক নিহত টানা পাঁচ ম্যাচে পূর্ণ পয়েন্ট, পূজার নৈপুণ্যে অপ্রতিরোধ্য বাংলাদেশ উচ্চকক্ষ নিয়ে দু’-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত: আলী রীয়াজ ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ ডাকসু নির্বাচন: ২৯ জুলাই তফসিল ঘোষণা, ভোট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ধর্ষণ মামলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কারাগারে এনসিপির নিবন্ধন আবেদনে ৬ ত্রুটি, সংশোধনে ইসির চিঠি পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে
  • গোপালগঞ্জকে 'মুজিববাদ থেকে মুক্ত' করার ঘোষণা এনসিপি আহ্বায়কের

    গোপালগঞ্জকে 'মুজিববাদ থেকে মুক্ত' করার ঘোষণা এনসিপি আহ্বায়কের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালিয়েছে এবং গোপালগঞ্জকে "ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে" পরিণত করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি বলেন, গোপালগঞ্জের মাটিকে চিরতরে মুক্ত না করে আমরা ফিরবো না।

    নাহিদ ইসলাম দাবি করেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা হয়েছিল। এতে বহু মানুষ হতাহত হন। তিনি বলেন, যারা হামলা করেছে তারা রিফাইন্ড মুজিববাদীদের রূপ। এদের গ্রেপ্তার না হলে, এনসিপি গোপালগঞ্জে আবার মার্চ করবে এবং এবার আর ফিরে আসবে না।

    তিনি আরও বলেন, আমাদের পথ শান্তিপূর্ণ ও অহিংস। তবে হামলা হলে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে পিছপা হবো না। প্রয়োজনে লাঠি কিংবা অস্ত্র হাতে নিতে প্রস্তুত।

    নাহিদ ইসলাম জানান, গোপালগঞ্জে সরকারের দমননীতির প্রতিবাদে এবং বিচার দাবিতে এনসিপির ৬৪ জেলায় পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে। ৩ আগস্টের মধ্যে সব জেলায় কর্মসূচি শেষ করে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করা হবে।

    পদযাত্রাকে ঘিরে শহরজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয় জনসভাস্থল ও আশপাশে।

    সভা পরিচালনা করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেনসহ স্থানীয় নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন