পাকিস্তানের বিপক্ষে সিরিজে পুরনো দলেই আস্থা বিসিবির


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন পাকিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজজয়ী স্কোয়াডের ওপর পূর্ণ আস্থা রেখে কোনো রকম পরিবর্তন ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়।
শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় করে এসেছে বাংলাদেশ। সেই স্কোয়াডের পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট এবার হোম সিরিজেও একই দল ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। দল নির্বাচনে ফর্ম, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সাফল্যকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।
১৬ সদস্যের দল:
লিটন দাস (অধিনায়ক),নাজমুল হোসেন শান্ত,তানজিদ হাসান তামিম,সৌম্য সরকার,শামীম হোসেন পাটোয়ারী,মাহমুদউল্লাহ রিয়াদ,জাকির হাসান,মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান,তানভীর ইসলাম,শরিফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ,নাসুম আহমেদ, রিশাদ হোসেন ,তৌহিদ হৃদয়।
দল ঘোষণার সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,“শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে দল খেলেছে, আমরা সেটি ধরে রাখতে চাই। পাকিস্তান শক্ত প্রতিপক্ষ, তবে নিজেদের মাঠে ছেলেরা আত্মবিশ্বাসী।”
সিরিজ সূচি:
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী সপ্তাহে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।
এই সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্সে নজর থাকবে দলের ধারাবাহিকতা, নতুনদের সুযোগ কাজে লাগানো এবং বিশ্বকাপের প্রস্তুতির দিকগুলোতে।
