নতুন বাংলাদেশের সুযোগ নষ্ট করা যাবে না: মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘জুলাই আন্দোলনে’ নিহত ছাত্রদের স্মরণে ছাত্রদল আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ষড়যন্ত্র এখনো থামেনি। গণতন্ত্র যাতে পূর্ণভাবে বিকাশ না পায়, সে জন্য নানা ফাঁদ পাতা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা হচ্ছে শুধু ভয় থেকে— কারণ তিনি আজ জাতীয় নেতায় পরিণত হয়েছেন।”
ফখরুল আরও বলেন, “১৯৭১ ও ১৯৯০-এর মতো ২০২৪ সালের ‘জুলাই অভ্যুত্থান’ একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই বিজয়ের কৃতিত্ব জনগণের। দেশের মানুষ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্নে একসঙ্গে মাঠে নেমেছিলেন।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার চাচ্ছে বিএনপিকে উত্তেজিত করে ফাঁদে ফেলতে। কিন্তু আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না। লন্ডনের বৈঠকে নির্বাচনের আশ্বাসের পরই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে।”
বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়ে সংস্কারের পথে হাঁটছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের সকল বড় অর্জনের সঙ্গে বিএনপি যুক্ত। অতীতের সরকার দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছিল, সেখান থেকে উত্তরণে আমরা ছিলাম অগ্রণী ভূমিকায়।”
জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদের নাম এখনো সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, “এটা দুঃখজনক। আহতরাও সঠিক সহায়তা পাচ্ছেন না। সরকারকে এ বিষয়ে আন্তরিক হতে হবে।”
এন কে/বিএইচ
