ভুটানকে উড়িয়ে বাংলাদেশের চারে চার


সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।
প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণ এবং বল দখলে স্পষ্ট আধিপত্য ছিল তাদেরই। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করলেও বাংলাদেশ তা নস্যাৎ করে দেয়। একটি পেনাল্টি মিস করলেও পরবর্তীতে আরও দুটি গোল করে নিশ্চিত করে ৩-০ গোলের জয়।
এর আগে ১৫ জুলাই ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেও ৪-১ গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটি বিশেষ কারণে দুই পর্বে ভাগ হয়ে খেলা হয়—প্রথমার্ধ অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনায়, যেখানে শান্তি মারডির গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। বিরতির প্রায় তিন ঘণ্টা পর দ্বিতীয়ার্ধে ভুটান দ্রুত সমতা ফেরায়। তবে শান্তি মারডির হ্যাটট্রিক ও দলের আরেকটি গোলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টুর্নামেন্টে টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। নিজেদের পরবর্তী ম্যাচে যদি বাংলাদেশ ও নেপাল উভয়ই জেতে, তাহলে আগামী ২১ জুলাই এই দুই দলের মুখোমুখি লড়াই পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।
এন কে/বিএইচ
