তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ,পথসভা


কখনও রিক্সায় চড়ে আবার কখনও পায়ে হেটে হেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ ও পথসভা করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে মসুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আশফাক আহমেদ জুন।
শনিবার (১৯ জুলাই) বিকালে উপজেলার মসুয়া ইউনিয়নের বিভিন্ন দোকানদার ও সাধারন মানুষ,পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ,পথসভা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী,উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু,মিজানুর রহমান স্বপন,শেখ জসিম উদ্দিন মেনু,শফিকুর রহমান বাদল,মোঃ শহীদুল্লাহ,কিশোরগঞ্জ আইনজীবি ফোরামের সদস্য মোঃ সাহাব উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ন সাঃ সম্পাদক এড.ওমর জাকির বাবুল,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শরীফ মিয়া,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পল্টু,উপজেলা জাসাস এর আহবায়ক আব্দুর রউফ খোকন,উপজেলা ছাত্রদলের সাবেক সাঃ সম্পাদক মাহবুবুর রহমান রাজিব শিকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ।
এসময় আশফাক আহমেদ জুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। জুলাই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমি স্বৈরাচারবিরোধী সংগ্রামে সরাসরি সম্পৃক্ত ছিলাম। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনটি বিএনপিকে উপহার দেবো। তবে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো।তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ চলমান থাকবে।
