নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে ভিসা প্রতারক গ্রেফতার


নীলফামারী সেনাবাহিনী এক অভিযানে ভিসা প্রতারক চক্রের সম্রাট বলে খ্যাত সেলিম মিয়া (২৭) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। সু-কৌশলে ফাঁদ পেতে ধরা হয় এই ভিসা প্রতারককে।
ভিসা প্রতারক সেলিম মিয়া নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই কাছারিপাড়া গ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে।
রবিবার (২০ জুলাই) নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল সূত্রে জানানো হয়, সেনাবাহিনী বিভিন্ন অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করছেনা। তারই ধারাবাহিকতায় নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান এর নেতৃত্বে একাধিক চৌকস আভিযানিক দল যৌথভাবে শনিবার (১৯ জুলাই) রাতে নীলফামারী জেলার কিশোরীগঞ্জ থানাধীন বেলতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ভিসা প্রতারক সেলিম মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল থেকে জানানো হয়, সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। সে বিভিন্ন এলাকার যুবকদের বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। তাকে একাধিকবার ধরতে গেলে সে পালিয়ে যায়। অবশেষে সূকৌশলে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
নীলফামারীর কিশোরীগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে থানায় ভিসা প্রতারনার বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
