রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • এই আঙটি শুধুই শোভা নয়, এক নিরব অনুভব

    এই আঙটি শুধুই শোভা নয়, এক নিরব অনুভব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উইম্বলডনের গ্যালারিতে প্রিন্সেস কেট মিডলটনের উপস্থিতি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার নজর কাড়লো তাঁর হাতের ঝলমলে আঙটির নতুন স্ট্যাক। শুধু অলঙ্কারের সৌন্দর্য নয়, এই নতুন আঙটির পেছনে রয়েছে এক আবেগঘন, ব্যক্তিগত গল্প।

    গত বছর কেমোথেরাপির পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন কেট মিডলটন। সেসময় তাঁর হাতে দেখা যায় নতুন একটি ইটারনিটি রিং। ধারণা করা হচ্ছে এটি ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড কার্টিয়েরের ‘এতিনসেল দ্য কার্টিয়ের’ রিং। প্লাটিনামের তৈরি এই রিংটিতে রয়েছে ১৯টি ব্রিলিয়ান্ট-কাট হীরা এবং ১৯টি স্যাফায়ার।

    এই রিংটি প্রিন্সেস কেট আগেও পরেছেন। তবে এবার আলোচনার জন্ম দেয় কারণ তিনি তাঁর চিরচেনা ১২ ক্যারেট সিলন স্যাফায়ার এনগেজমেন্ট রিংটির সঙ্গে একসঙ্গে দুটি ইটারনিটি রিং ও বিয়ের আঙটি পরেছেন। উল্লেখ্য, এই এনগেজমেন্ট রিংটি একসময় প্রিন্সেস ডায়ানার ছিল। যা পরবর্তীতে প্রিন্স উইলিয়াম কেটকে উপহার দেন।

    জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, এই ধরণের রিং স্ট্যাক এখন নবদম্পতিদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। কেউ কেউ একাধিক আঙটি একসঙ্গে পরছেন। আবার কেউ শুধুই ইটারনিটি রিং পরছেন এক ধরণের হালকা ও ব্যক্তিগত লুকে।

    ব্রিটিশ জুয়েলারি ব্র্যান্ড লাইলি জুয়েলারি’র প্রতিষ্ঠাতা এলিজা ওয়াল্টার বলেন, ‘আমরা এখন দেখছি অনেকেই এনগেজমেন্ট ও বিয়ের আঙটির সঙ্গে ইটারনিটি রিং পরছেন। এতে ব্যক্তিত্ব ও স্টাইলের ছাপ স্পষ্ট হয়।’

    তবে শুধু ফ্যাশন নয়, এই আঙটির পেছনে রয়েছে এক বিশেষ উপলক্ষও। ধারণা করা হচ্ছে, প্রিন্স উইলিয়াম তাঁদের ১৩তম বিবাহবার্ষিকীতে কেটকে রিংটি উপহার দেন।

    বিশেষজ্ঞদের মতে, কেট মিডলটনের এই নতুন রিং স্টাইল ভবিষ্যতে রীতিমতো ট্রেন্ড হয়ে উঠতে পারে। কারণ এতে মেলে স্মৃতি, ভালোবাসা আর রাজকীয় মর্যাদার এক অনন্য সংমিশ্রণ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন