প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ


রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু খেলা শুরুর আগেই শঙ্কার মেঘ জমেছে আকাশে—বৃষ্টির পূর্বাভাসে বাড়ছে উৎকণ্ঠা।
আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক আবহাওয়াবিষয়ক বেশ কয়েকটি সাইট জানাচ্ছে, ম্যাচ চলাকালীন সময় মিরপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে পূর্বাভাস।
ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিল ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জোরালোভাবে মাঠে নামবে। কিন্তু বৈরী আবহাওয়া এই উত্তেজনার মাঝে অনিশ্চয়তা তৈরি করেছে। মাঠ প্রস্তুত, টিকিট বিক্রি শেষ, দল প্রস্তুত—তবু শেষ সিদ্ধান্ত থাকবে প্রকৃতির হাতে।
তবে আয়োজকরা ইতোমধ্যে বৃষ্টি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছেন। গ্রাউন্ড স্টাফরা পিচ ও আউটফিল্ড রক্ষা করতে সর্বোচ্চ সচেষ্ট থাকবে বলে জানানো হয়েছে। ম্যাচ বাঁচাতে ড্রেনেজ সিস্টেমও প্রস্তুত রাখা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় মিরপুরে ব্যাট-বলের লড়াই দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রকৃতি বাধা হয়ে দাঁড়ালে হয়তো অপেক্ষাটা আরও দীর্ঘ হতে পারে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু ম্যাচ শুরুর আগেই অনিশ্চয়তা তৈরি করেছে মেঘলা আকাশ আর সম্ভাব্য বৃষ্টির পূর্বাভাস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ‘অ্যাকুওয়েদার’-এর তথ্য বলছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সময়ে ঢাকায় মেঘলা আকাশ এবং বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে।
সাম্প্রতিক পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে এমন গুরুত্বপূর্ণ সিরিজের শুরুতেই প্রকৃতির চোখ রাঙানি তৈরি করেছে নতুন উদ্বেগ। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতেও দুই দলের ম্যাচ বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়ায়নি।
তবে আশার জায়গাও আছে। মিরপুর স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থায় সাম্প্রতিক বছরগুলোতে যথেষ্ট উন্নয়ন হয়েছে। ফলে বৃষ্টি থেমে গেলে খুব দ্রুতই মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তাই মাঠ ও স্টাফরা প্রস্তুত থাকছেন দ্রুত মাঠ ব্যবস্থাপনার জন্য।
তবে যদি বৃষ্টিপাত সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়, তাহলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে খালি হাতে ফিরতে হতে পারে স্টেডিয়ামে আসা হাজারো দর্শককেও।
সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এখন আকাশের দিকে। মাঠে ক্রিকেটের উত্তাপের আগে প্রকৃতির মেজাজই ঠিক করে দিতে পারে প্রথম ম্যাচের ভাগ্য।
